বাংলাদেশের মোবাইল (সিম) গ্রাহকের সংখ্যা জেনে নিন

আমাদের দেশের মোবাইল (সিম) সার্ভিস দিয়ে থাকে পাঁচটি কোম্পানি । তাদের দেখা যায় গ্রাহক সংখ্যা এক এক কোম্পানির এক এক রকম । কিছু কোম্পানির অনেক বেশি গ্রাহক ।

আবার কিছু কোম্পানির কম গ্রাহক । সকল মোবাইল (সিম) কোম্পানির মধ্যে গ্রামীণফোন কোম্পানির বেশি গ্রাহক । সবচেয়ে কম গ্রাহক আছে টেলিটক কোম্পানির ।

২০২২ অক্টোবর থেকে ফ্রেব্রুয়ারি মাস পর্যন্ত কোন কোম্পানির কত গ্রাহক সংখ্যা ছিল তার একটা হিসাব তা নিচে ছবিতে দেওয়া হলো । (বিটিআরসি)ওয়েবসাইটে ২০২২ অক্টোবর পর্যন্ত রিপোর্ট দেওয়া আছে ।

বিঃদ্রঃ সাবস্ক্রাইবার মানে সেই বায়োমেট্রিক যাচাইকৃত গ্রাহক/সাবস্ক্রিপশন যাদের আগের 90 দিনে অন্তত একবার কোনো কার্যকলাপ (ভয়েস, ডেটা, এসএমএস ইত্যাদি) আছে।

৯০ দিনের বেশি হলে হবে না । ছবির উৎস (বিটিআরসি) ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে । এর রকম তথ্য ও বিভিন্ন টিপস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন । ধন্যবাদ ।

image