গভীর রাতের ট্রেন ধরতে ওয়েটিং রুমে একা একা বসেছিলেন দার্শনিক ভদ্রলোক। হঠাৎ ঘণ্টা বাজায় প্ল্যাটফর্মে গেলেন। সেখানে পৌঁছে মনে হল চশমাটা ঘরের টেবিলে ফেলে এসেছেন। তাই তখনই ছুটলেন ওয়েটিং রমে। গিয়ে দেখেন নির্জন ওয়েটিং রমে খুব ঘনিষ্টভাবে একজোড়া প্রেমিক-প্রেমিকা বসে আছে।
প্রেমিক ফিসফিস করে বলছে, তোমার সুন্দর চোখ দুটো যে আমার।
প্রেমিকা: সত্যি?
প্রেমিক: চমৎকার ঠোঁট, সেও আমার।
প্রেমিকা: ইস্।
প্রেমিক: মেঘের মত কাল চুল, সেটাও ।
প্রেমিকা: যাহ...
দার্শনিক: (বাইরে থেকে কাশির শব্দ করে) কিন্তু ভাই টেবিলের ওপর রাখা চশমটা আমার।
Like
Comment
Share