রাতেও যাত্রী বহন করবে চালকবিহীন এই গাড়ি
***********************************************************************
চীনের অন্যতম জনবহুল শহর উহানের ব্যস্ত রাস্তায় চালকবিহীন এ গাড়ির দেখা মেলে হরহামেশাই। সাধারণ গাড়ির মতোই ভাড়া নেওয়ার সুযোগ থাকায় অনেকেই শখের বসে বা প্রয়োজনীয় গন্তব্যে যেতে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান বাইদুর তৈরি এ চালকবিহীন গাড়ি ব্যবহার করেন। এত দিন দিনের আলোয় যাত্রী বহন করলেও, এবার রাতেও ভাড়া নেওয়া যাবে গাড়িটি।

বাইদুর তথ্য মতে, ক্যামেরা ও রাডারযুক্ত চালকবিহীন গাড়িগুলো অল্প আলোয় ভালোভাবে পথ চলতে পারে। ফলে যাত্রীরা দিনের মতো রাতেও স্বচ্ছন্দে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন। এত দিন দিনে যাত্রী বহন করলেও শিগগির সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চালকবিহীন গাড়ি ভাড়া নেওয়া যাবে।

সূত্র: টেক ক্র্যান্চ

Source: প্রথম আলো

image