বাংলাদেশের কোন অপারেটরের নেটওয়ার্ক গতি সবচেয়ে ভালো
এটা নির্ভর করবে আপনার এলাকার নেটওয়ার্কের উপর । একটা উদাহরণ দিলেয় বুঝবেন । মনে করেন আপনি দুইটি সিম ব্যবহার করেন । সেখানে আপনার বাড়ির কাছে বাংলালিংক অপারেটরের টাওয়ার আছে ।
বাড়ি থেকে অনেক দূরে গ্রামীণফোনের টাওয়ার আছে । সেখানে দেখা যায় বাংলালিংক এর নেটওয়ার্ক গতি সবচেয়ে ভালো পাওয়া যাবে । অবশ্যই গ্রামীনফোনের নেটওয়ার্ক কম পাওয়া যাবে ।
কাছের টায় বেশি গতি পাবে । কারণ সব সিম এখন ৪জি ব্যবহার করে । ৫জির প্রস্তুতি চলছে ।যেমন আপনি যদি টেলিটক ব্যবহার করে থাকেন তাহলে বিষয়টি আরও ভালো বুঝতে পারবেন ।
শহর অঞ্চলে টেলিটক খুব ভালো ভাবে ব্যবহার করা যায় । কিন্তু গ্রাম অঞ্চলে নেটওয়ার্কে সিগনাল ও খুঁজে পাওয়া যায় না । কারণ সেই সব জায়গায়তে টেলিটকের টাওয়ার খুব কম ।
তাই বলা যায় এটা আপনার ডিভাইস ও কাছের টাওয়ার এর উপর নির্ভর করে অনেকটা । ধন্যবাদ ।