একটা পর একটা বড় ঢেউ আসবে তা ভয় পেলে চলবে না। এই দরিয়া পাড়ে বসবাস আমার। ভয় করলে চলবে না। কত ঢেউ এসে গেল জীবনে! আর কত ঢেউ আসবে তা নিয়ে ভাবিনা।
ভাবি, শুধু ভাবি কিভাবে এই পৃথিবী নামে গ্রহে তোমাকে বেঁচে রাখবো প্রতিটি প্রতিটি মানুষের মুখে মুখে।

image