সং মেখে ঘুরছি তবে
সমাজ নামক এই শহরে।
তুমি আমি পাশাপাশি
অবাক আমাদের সংসারে।

প্রেম খুজি হাতটা ধরে
মোহে ভুলি ভালোবাসি তারে।
তুমি আমি পাশাপাশি
আবাক আমাদের সংসারে।
ব্যস্ত ভীড়ে,
কোথাও কেউ নেই,
লাল নীল এই পোড়া নগরে।
ছুটছি সবাই ছুটছি ভয়ে
ফেলে আসা লুকোচুরি খেলাতে।
তুমি আমি পাশাপাশি তবে,
সোনার হরিণের লোভে পড়ে।
#সৃষ্টি
#lyrics