#জীবন_দর্শন
আমি মানুষ নামক একটি প্রাণি। জন্মেছি পৃথিবী নামক ছোট্ট একটি জায়গায়। এখানে আগমণ করেছি পিতা-মাতার ক্রিয়ার ফলস্বরুপ। পিতা-মাতা আমার সৃজনকর্তা। অসহায় সময়গুলোতে
যারা নিঃস্বার্থভাবে আমার পাশে দাড়িয়ে আহার যুগিয়ে বড় করে তুলেছে তারা আমার পালনকর্তা। যে আমায় নিঃস্বার্থভাবে সঙ্গ দিচ্ছে সে আমার সঙ্গি। পৃথিবীতে আমার উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। শান্তির জন্য পৃথিবীতে আমার কর্ম হচ্ছে নিজের জন্য যে কাজটা ক্ষতিকর, অপরের জন্য সেই কাজগুলো না করা। মানবতা আমার ধর্ম। বিবেক আমার ধর্মগ্রন্থ। সমস্ত জীবের মঙ্গল কামনা আমার প্রার্থনা। অসহায় জীবের সেবা করা আমার ইবাদত। মানব জীবন থেকে দুঃখ দূর করা আমার পবিত্র যুদ্ধ। "আমি কারও ক্ষতি করব না, কাউকে আমার ক্ষতিও করতে দেব না" এটা আমার চলার মূলমন্ত্র। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটি পৃথিবী গড়ে তুলতে কর্ম করা আমার জীবিকা। মানব জাতী আমার সহোদর। সমস্ত জীব জাতী আমার পরিবার। কোন ভাইয়ের স্বাধীনতা কেড়ে নেব না, কাউকে আমার স্বাধীনতা কেড়ে নিতে দেব না। মনের সুখ প্রাপ্তি আমার সৎ কর্মের ফল। মনের অশান্তি আমার ভুল কর্মের ফল। পৃথিবীতে আমার এ জীবন শুধু মাত্র এক বারেরই প্রাপ্তি। তাই জীবন থেকে এক একটি সেকেন্ড গত হওয়া মানে অফেরতযোগ্য কিছু হারানো। আমার সৎ কর্মের জন্য পৃথিবীতে যে সাফল্য ও শান্তি লাভ করব তা আমার স্বর্গ। অসৎ কর্মের কারণে যে অশান্তি লাভ করব তা আমার নরক। পৃথিবীতে অত্যাধিক ভাল কাজ করার জন্য মানবজাতী আমাকে স্মরণ করে রাখার মানে আমার অমরত্ব লাভ বা স্থায়ী স্বর্গ প্রাপ্তি। অসৎ কর্মের কারণে পৃথিবীবাসি আমাকে ঘৃণা করার মানে আমার চিরকালীন নরক প্রাপ্তি। দেহ থেকে আমার প্রাণের বিদায় মানে পৃথিবী থেকে আমার অবসর প্রাপ্তি। আমার অবসর প্রাপ্তি মানেই নতুন কোন মুখের দায়িত্ব প্রাপ্তি। আর নতুন কোন মুখের দায়িত্ব প্রাপ্তি মানেই আমার পাঠের চীর সমাপ্তি। এই চীর সমাপ্তিকে কেন্দ্র করে মানুষ যে সব গল্প-গুজব রচনা করেছে সবই আজগুবি।