ছন্দবিহীন শহরের মাঝে থেকে নিজেকে গুম করে সরিয়েছি এক হেয়ালি সন্ধ্যায়!
জীবনের গতিপথ হারিয়ে অগত্যা ঘুরে বেড়ানো মানুষ আমি!
রঙহীন তাই বেরঙিন কবিতার শব্দে আত্মহারা হই!
কবিতা লিখি, কারণ যখন আমার নিজের কিছু থাকবে না তখন এই কবিতাই হবে আমার নিঃশব্দ এগ্রিমেন্ট!