ভাবতেই ভুলে বসছি শেষ কবে তোমার সাথে বসে শেষ পরশ টুকু হয়েছিল। তবুও জানো আমি জানি তুমি কি করছ ঠিক এই মুহুর্ত। আমি জানি তুমি কেমন করে কাঁদো। আমি এও জানি, তুমি এখনো বিশ্বাস করো আমি তোমারই। তবুও অভিমানের আত্নহংকারে আমরা দু’প্রান্তে অটল।
ভাবছ, আমি তোমার ইন্সটাগ্রাম, ফেসবুকের আপডেট দেখি।
না, একদম না। বরং আমি সেই মানুষটি, যে জানে কল্পনায় তোমায় নিয়ে মধুমাসে ভাসতে। এর যে কি দারুণ সুখ তা যদি তুমি জানতে।
ভাবছ, মিথ্যে বলছি।
না, আমি যে মিথ্যুক না তা তুমি বরাবরই জেনেছিলে। তুমি জানো তুমি চাইলেই আমি হাজির।
তবুও তুমি চাইবেনা কারণ, তুই আমি ধর্মের নীতিতে অটল।
জানিস! মাঝেমধ্যে মনে হয়, আমিই শেষ প্রেমিক! যার কিনা হৃদয় আছে। এখনো সবাই জানে এই মানুষটির মাঝে কৃতজ্ঞতা স্বীকার আছে। তাইতো ভালোবাসিস।
এরচেয়ে সুখের কি হতে পারে, যখন এই ভূখণ্ডের মাঝে কিছু কিছু মানুষ অতি গোপনে আমায় নিয়ে ভাবে।
যা বলছিলাম, এই অনুভূতি প্রকাশ এখন আর পরশে হবেনা বলে আমি বিচলিত। সবই যে মেটাভার্স নাকি কি! তা নিবে কেড়ে।
#সৃষ্টি
#premdevota