বিবাহে প্রবল অনিচ্ছুক এক লোককে তার বন্ধু বলছেন—
বন্ধু: সারাটা জীবন একা একাই কাটাবে? ভেবে দেখ, তুমি যখন মরণশয্যায়, তখন তোমার মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না।
কোনো প্রতিযুক্তি দেখাতে না পেরে বিয়ে করে ফেললো লোকটা।
অনেক বছর পরের কথা। দীর্ঘ সংসার জীবন যাপনের পর লোকটি বৃদ্ধ অবস্থায় শুয়ে আছে মৃত্যুর অপেক্ষায়। তাকে ঘিরে আছে তার স্ত্রী-পুত্র-কন্যা।
শুয়ে শুয়ে সে ভাবছে—
বৃদ্ধ: কেন যে বিয়ে করেছিলাম! পানি খেতে ইচ্ছে করছে না তো!
Like
Comment
Share