আসসালামুআলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।কিন্তু আমরা নগদের ১৮০০০+ গ্রাহক ভালো নেই।আপনারা হয়তো অনেকেই জানেন এই মাসের ১তারিখ হতে নগদ বিনা নোটিশে বেআইনিভাবে ১৮০০০+ একাউন্ট বন্ধ করে দেয়।এখানে নগদের মাধ্যমে অনেকেই লেনদেন করেছেন।আপনারা জানেন নগদ এর ক্যাশ আউট চার্জ কম তাই মোবাইল ব্যাংকিংয়ে অনেকেই সব লেনদেন নগদ এর মাধ্যমেই করে থাকেন।অনেকের নগদ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কারণে অনেকের টাকা আটকে রয়েছে।কেউ বাড়ি ভাড়া দিতে পারছে না,কেউ বাচ্চার খাবার কিনতে পারছে না,কেউ অসুস্থ বাবা-মা এর ঔষুধ কিনতে পারছে না,শুধুমাত্র এই নগদে টাকা আটকে থাকার কারণে।আমার এখন যে অবস্থা,এরকম আর কিছুদিন গেলে হয়তো আমার আত্মহত্যা করতে হবে।কারণ আমারো অনেক টাকা নগদ তে আটকে রয়েছে।এর মধ্যে সিরাজগঞ্জ শপ থেকে আসা রিফান্ড ও রয়েছে। আমি যে টাকা পেমেন্ট করেছিলাম,সেই টাকাই পেয়েছি।আমার টাকা আমি পেয়েছি তাহলে এখানে একাউন্ট সাসপেন্ড করার অধিকার নগদকে কে দিয়েছে!?!?!?
এইরকম হয়রানির মানে কি?
এটা দেখার কি কেউ নাই?
এটা সমাধান করার কি কেউ নাই?
নগদ অফিসে গিয়ে দেখেছিলাম অনেকে পারে তো সেখানেই কেঁদে দেয়।