শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও অনেকেই হয়তো আর কোনদিন ও ক্লাসে ফিরবেনা।
যে শিক্ষার্থী ক্লাসে কম পারতো বলে তাকে নিয়ে আপনি মজা করতেন সে হয়তো পেটের তাগিদে হারিয়ে গেছে।
ময়লা ড্রেস পরলে যাকে ক্লাসে অপমান করতেন সে হয়তো পরিবারের রুজির ব্যবস্থার জন্য পথে নেমেছে।
আপনার অপমানে যে মেয়ে শিক্ষার্থী মুখ বুঝে মাথা নিচু করে ক্লাসে দাঁড়িয়ে থাকতো সে হয়তো এখন কারো ঘরের ঘরণী।
ক্লাসে খিল খিল করে হেসে উঠা মেয়েটি আজ কারো সংসারে নির্যাতিত।
সকালের পিটিতে যে ছেলেটি ফাঁকি দিতো বলে যাকে রোদে দাঁড়িয়ে রাখতেন তাকে শত ইচ্ছা করলেও আর ফিরে পাবেন না।
আমরা আমাদের সব শিক্ষার্থীদের আবারো ফিরে পেতে চায় ফুল বাগানে ফুল ছাড়া গাছ ও মালি বড্ড বেমানান।

Curtir
Comentario
Compartilhar
James Boss
Deletar comentário
Deletar comentário ?