চট্টগ্রামের ক্রিকেটার তামিম ইকবালকে টি–টোয়েন্টি দলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন স্থানীয় কিছু কিশোর ও তরুণ। তামিম যদিও দল ঘোষণার আগে নিজ থেকেই টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু এই কিশোর–তরুণদের দাবি, তাঁকে ষড়যন্ত্র করে দলে নেওয়া হয়নি। মঙ্গলবার বিকেলে নগরের কাজীর দেউড়ি মোড়ে ‘ক্রিকেটপ্রেমী চট্টগ্রামবাসী’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে তাঁরা এই দাবি জানান। তামিমের বাসার কাছে অনুষ্ঠিত এই সমাবেশের ব্যানারে লেখা ছিল, ‘চাঁটগাইয়া পোয়া নাই, মানিত ন পারির (চট্টগ্রামের ছেলে নেই, মানতে পারি না)।’

お気に入り
コメント
シェア
Nur Mohammad
コメントを削除
このコメントを削除してもよろしいですか?
shakil hsan
コメントを削除
このコメントを削除してもよろしいですか?