এক সময় আফ্রিকায় এক কৃষক বাস করত। সে ছিল সুখী এবং সন্তুষ্ট। তার সুখী হওয়ার একমাত্র কারণ তার যা ছিল তাই নিয়ে সে সন্তুষ্ট ছিল। একদিন এক জ্ঞানী লোক এসে তাকে হিরার মূল্য, গৌরব এবং ক্ষমতার কথা বলল। জ্ঞানী লোকটি বলল “যদি তোমার কাছে তোমার বৃদ্ধাঙ্গুলির সমান একটি হিরা থাকে তাহলে তুমি একটি শহর কিনতে পারবে।
https://www.anuperona.com/diamond/
پسند
تبصرہ
بانٹیں