মহাশূন্য

মহাশূন্য নিয়ে কথা

বিজ্ঞান: বিস্ময়কর তথ্য,,

  

* একটি জাম্বো জেটে যে পরিমাণ জ্বালানি থাকে, তা দিয়ে একটি সাধারণ গাড়ি চারবার পৃথিবী ঘুরে আসতে পারবে।

 

* মহাশূন্যে এমন এক পানির আধার ভাসমান অবস্থায় আছে যা সূর্যের তুলনায় ১ লাখ গুণ বড় এবং সেখানে আছে পৃথিবীর সব মহাসাগরে থাকা পানির তুলনায় ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি পানি।

 

* প্রশান্ত মহাসাগরে এমন একটি আবর্জনার স্তূপ ঘূর্ণায়মান আছে যার আকার টেক্সাস শহরের সমান।

 

* ইউরেনাস এবং নেপচুনে ডায়মন্ড বৃষ্টি হয়।

 

* মানুষের মস্তিষ্ক যদি কম্পিউটার হতো, তাহলে এটি প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ট্রিলিয়ন কমান্ডের সমাধান দিতে পারত। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালি সুপারকম্পিউটার ব্লুজিন এর মাত্র ০.০০২ শতাংশ কাজ করতে পারে।


Mr Masud

1 Blog mga post

Mga komento