ডাউনলোড করে নিন Vice City, San Andreas এর নতুন রিমাস্টার ভার্সন

ভাইস সিটি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় গেম। বহু পুরাতন এই গেমটি এখন আবার নতুন করে আমাদের মাঝে এসেছে নতুন রুপ নি

Grand Theft Auto: The Trilogy – The Definitive Edition

ভাইস সিটি! বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় গেম। পিসিতে পিসিতে দোকানে দোকানে কোথায় নেই এই গেমটি। ভাইস সিটি একটি ফিকশনাল শহর যা মায়ামী কে পূজি করে বানানো হয়েছে। গেমটি স্টোরি সাজানো হয়েছে টমি ভারসেট্টি কে ঘিরে। যে সদ্য জেল হতে মুক্তি পেয়েছে। গেমটিতে ওপেন ওয়ার্ল্ড, রেসিং এবং থার্ড পারসন শুটার উপাদান রয়েছে। বহু পুরাতন এই গেমটি এখন আবার নতুন করে আমাদের মাঝে এসেছে নতুন রুপ নিয়ে।

গত বছরের নভেম্বর মাসে রিলিজ হয় Grand Theft Auto: The Trilogy – The Definitive Edition । গেম নির্মাণ করেছে রকস্টার নর্থ ও গ্রোভ স্ট্রিট গেমস এবং প্রকাশ করেছে রকস্টার গেমস। এটি মুলত তিনটি পুরাতন GTA গেমের নতুন রিমাস্টার ভার্সন। গেম তিনটি হল,

  1. GTA III - Definitive Edition
  2. GTA Vice City - Definitive Edition
  3. GTA San Andreas - Definitive Edition

গেম গুলার গ্রাফিক্স এখন অনেক উন্নত করা হয়েছে। তাই এখন আর আগের মত বড় ডিস্প্লেতে চালালে ফেটে যাবে না। আর মজার ব্যাপার হল এখন 4K ডিস্প্লেতেও খুব ভাল ভাবে চালানো যায়। পিক্সেল ফেটে যাওয়ার আর সম্যসা আর নাই।

তাই আমরা যারা ছোটবেলায় ভাইস সিটি খেলে বড় হয়েছি তাদের কাছে এখন আবার সুযোগ এসেছে সেই পুরোনো দিনে ফিরে যাওয়ার। সেই পুরনো শহর সেই পুরনো স্মৃতি, প্রাণপ্রিয় ভাইস সিটি।

এখানে নতুন ভাইস সিটি এর কিছু স্ক্রিনশট দেওয়া হলঃ

GTA San Andreas এর স্ক্রিনশটঃ

GTA III এর স্ক্রিনশটঃ

এখন আসি গেমটি কিভাবে ডাউনলোড করবেন। নিচের লিঙ্কে ক্লিক করে zip ফাইলটি ডাউনলোড করে নিন।

Download

System Requirements:

Minimum

  • OS: Windows 10 64-bit
  • Processor: Intel® Core™ i5-6600K / AMD FX-6300
  • Memory: 8GB
  • Graphics: NVIDIA GeForce GTX 760 2GB / AMD Radeon R9 280 3GB
  • Disk: 45GB

Recommended

  • OS: Windows 10 64-bit
  • Processor: Intel® Core™ i7-2700K / AMD Ryzen 5 2600
  • Memory: 16GB
  • Graphics: NVIDIA GeForce GTX 970 4GB / AMD Radeon RX 570 4GB
  • Disk: 45GB

 

ডাউনলোড হয়ে গেলে ফাইলটি Extract করুন।

যদি এইরকম Option না আসে তাহলে, WinRAR Software টা ডাউনলোড করে Install করে নিন।

এরপর Setup এ ডাবল ক্লিক করে ইন্সটল করুন।
Next এ ক্লিক করুন।

কোন ফোল্ডারে ইন্সটল করতে চান, সিলেক্ট করে দিন।

ইন্সটল হয়ে গেলে ডেক্সটপে তিনটা শর্টকাট পেয়ে যাবেন।

এখান থেকে গেম গুলা খেলতে পারবেন।


Sanjida Aktar

3 Blog posts

Comments