ডাউনলোড করে নিন GTA 4 এর সর্বশেষ আপডেট ভার্সন

ডাউনলোড করুন Grand Theft Auto IV: The Complete Edition এর লেটেস্ট ভার্সন। ডাউনলোড লিঙ্ক সহ দেখে নিন কিভাবে ইন্সটল করবেন ....

Grand Theft Auto IV: The Complete Edition

GTA Vice City, GTA V এর নাম আমরা অনেকে শুনে থাকলেও GTA IV এর নাম হয় তো আমরা অনেকেই শুনিনি। তাই আজকে আপনাদের মাঝে চলে আসলাম GTA 4 এর রিভিউ নিয়ে।

এই গেমের মূলত তিনটা পার্ট।

  1. Grand Theft Auto IV
  2. Grand Theft Auto IV: The Lost and Damned
  3. Grand Theft Auto: The Ballad of Gay Tony

তিনটা পার্টই একটা আরেকটার সাথে রিলেটেড। কিন্তু তিনটা পার্টে নায়ক আলাদা আলাদা। এবং বিভিন্ন মিশনে তাদের নিজেদের মদ্ধ্যে দেখাও হয়। তবে তিন জনেরই আলাদা আলাদা লাইফস্টাইল থাকে। তাদের তিন জনের নাম হল নিকো, জনি, লুইস।

গেমসের ঘটনা শুরু হয়েছে গেমসের মূল চরিত্র নিকো বেলিককে নিয়ে। নিকোর চাচাত ভাই রোমান নিকোকে মিথ্যা আশ্বাস দিয়ে লিবার্টি সিটিতে নিয়ে আসে। সে তাকে জানায় যে , লিবার্টি সিটিতে এলে সে সহজে অনেক অর্থ লাভ করতে পারবে। এছাড়া নিকো ছিলো যুগোশ্লাভিয়ার অধিবাসী। সে দেশে নব্বইয়ের দশকে যুদ্ধ লেগেছিলো। যুদ্ধে নিকো তার ভাইকে হারিয়েছিলো , আর রোমান হারিয়েছিলো তার মাকে। রোমান জানত তার মার মৃত্যু হয়েছিলো কিন্তু তার মার কিভাবে মৃত্যু হয়েছিলো তা নিকো গোপন করেছিলো। এভাবে কাহিনী সামনে আগাতে থাকে।

নিচে GTA IV এর কিছু স্ক্রিনশট দেওয়া হলঃ

 

এখন আসি গেমটি কিভাবে ডাউনলোড করবেন। নিচের লিঙ্কে ক্লিক করে zip ফাইলটি ডাউনলোড করে নিন।

Download

System Requirements:

Minimum:

  • OS: Windows 7 64 Bit Service Pack 1, Windows 8 64 Bit, Windows 8.1 64 Bit, Windows 10 64 Bit
  • Intel Core 2 Quad CPU Q6600 @ 2.40GHz (4 CPUs) / AMD Phenom 9850 Quad-Core Processor (4 CPUs) @ 2.5GHz
  • Memory: 2GB
  • Free Hard Drive Space: 22GB
  • Video Card: 512MB NVIDIA 8600 / 512MB ATI 3870
  • DirectX Version: DirectX 9.0c Compliant Card

Sanjida Aktar

3 Blog posts

Comments