মনে করি যদি এমন হয়!

আমাদের জীবদ্দশায় হুট করেই যখন, 'স্তব্ধতা'
পথ শেষ করে, জীবনের মানে খোঁজে।

সময়গুলো দ্রুত বদলে যাচ্ছে।

চেনারা রুপ বদলিয়ে সুখী হচ্ছে।

পরিচিতরা কেমন যেন বুড়ো হচ্ছে।

সম্পর্করা বিজোড় হচ্ছে।

সব ঠিক রেখে

জীবন যাপন বড্ড কঠিন হচ্ছে।

 

একা একাধিকবার হয়ে একান্তই

নিজের প্রতিচ্ছবির ক্লান্ত অবসানের ভয়।

কি হবে? কি হতেই পারে?

যদি সব মুখ ফিরিয়ে লয়!

তুমি যদি মেধা খাটাও

তবে উত্রে যাবে।

মেধাবী মানে, যে লক্ষ্য ঠিক রেখে

সর্বোচ্চ সহজাত কাজটি করতে জানে।

 

তাই যদি জীবনে কিছু না করতে পারো, 

তবুও অভাবকে দোষারোপ করোনা। 

কারণ সীমাবদ্ধতা থেকেই, সৃজনশীল সৃষ্টি হয়। 

তাই নিজের সাথে নিজের স্বচ্ছতার প্রয়োজন।

পাপ পূণ্যের চেয়েও,

নিজেকে আলাদা অন্যতম রাখার মাঝেই 

যদি সুখের অনুধাবন পাইতে ইচ্ছে হয়।

 

ভক্তরা সম্মান-প্রেম দিবে।

কিন্তু চোখটি তুলে কেউ,

বলতে পারবেনা, ভালোবাসিনা।


Riaz Ahamad

8 Blog indlæg

Kommentarer
Shahid Chowdhury 2 år

খুব ভালো লেখা। সামনে এগিয়ে যান।

 
 
James Boss 2 år

চমৎকার লিখেছেন ভাই