তালের কেক বানাবেন যেভাবে

তাল দিয়ে তৈরি করা যায় মজাদার সব খাবার। তালের নানা ধরনের পিঠার স্বাদ মুখে লেগে থাকার মতো। পিঠার পাশাপাশি তাল দি

তাল দিয়ে তৈরি করা যায় মজাদার সব খাবার। তালের নানা ধরনের পিঠার স্বাদ মুখে লেগে থাকার মতো। পিঠার পাশাপাশি তাল দিয়ে তৈরি করা যায় সুস্বাদু কেকও। সেজন্য ওভেনেরও দরকার নেই, চুলায়ই তৈরি করতে পারবেন। তবে আর দেরি কেন! চলুন জেনে নেয়া যাক তালের কেক বানাবেন যেভাবে।

তৈরি করতে যা লাগবে

তরল দুধ- ১/৩ কাপ

ঈস্ট- আধা চা চামচ

ঘন তালের রস- দেড় কাপ

লবণ- স্বাদমতো

চালের গুঁড়া- ২ কাপ

ময়দা- আধা কাপ

গুঁড়া দুধ- ১/৪ কাপ

চিনি- স্বাদমতো

কোরানো নারিকেল- ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

হালকা গরম দুধের সঙ্গে ঈস্ট ও লবণ মিশিয়ে রেখে দিন ১০ মিনিট। একটি পাত্রে চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ, চিনি ও নারিকেল মিশিয়ে নিন। এরপর তাতে মেশান তালের রস ও ঈস্টের মিশ্রণ। পাত্রটি ঢেকে রেখে দিন ৩-৪ ঘণ্টার জন্য। এবার বড় একটি স্টিলের বাটি বা কেকের মোল্ডে তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে দিন। বড় প্যান চুলায় বসিয়ে তাতে পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে ওপরে কেকের বাটি বসিয়ে প্যান দিন। এভাবে মাঝারি আঁচে রাখুন চল্লিশ মিনিটের মতো। কেক হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।


Linkeei Official

192 Blog Mensajes

Comentarios