পাকা আমের জেলি বানাবেন যেভাবে

পাকা আমের মৌসুম চলে এলো। মিষ্টি স্বাদের রসালো এই ফল তো খাবেনই, সেইসঙ্গে এটি দিয়ে তৈরি করতে পারবেন অনেক
পদ। আম

পাকা আমের মৌসুম চলে এলো। মিষ্টি স্বাদের রসালো এই ফল তো খাবেনই, সেইসঙ্গে এটি দিয়ে তৈরি করতে পারবেন অনেক
পদ। আমের পুডিং, আমের পায়েস বা আমের সন্দেশ রয়েছে সেই তালিকায়। চাইলে তৈরি করতে পারেন আমের জেলি। এই জেলি সকালের নাস্তায় পাউরুটি কিংবা টোস্টের সঙ্গে খেতে ভালো লাগে। চলুন তবে জেনে নেয়া যাক পাকা আমের জেলি বানাবেন যেভাবে।

তৈরি করতে যা লাগবে

আমের পিউরি- ৪ কাপ

লেবুর রস- ১ টেবিল চামচ

চিনি- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

আম ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার ছোট টুকরা করে নিন। ব্লেন্ডারে চিনি ও আমের টুকরা একসঙ্গে ব্লেন্ড করে নিন। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমের মিশ্রণ দিন। এরপর মাঝারি আঁচে ১৫ মিনিট জ্বাল দিন। লেবুর রস দিয়ে আরও মিনিট দশেক জ্বাল দিন। মিশ্রণ ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর বয়ামে ভরে সংরক্ষণ করুন। ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন এই জেলি।


Linkeei Official

191 Blog mga post

Mga komento
require_once $jamesHook['footer']['hook_file']; // require 'JAMES/plugins/visitor-tracker/index.php';