বর্ষায় পাহাড়ে যাচ্ছেন? ভ্রমণে কী কী খেয়াল রাখবেন

বর্ষায় কখনো ভ্যাবসা গরম কখনও আবার সারাদিন ঝরঝর করে বৃষ্টি ঝরতে থাকে। বৃষ্টিতে প্রকৃতির শোভা যেন আরও বেড়ে যা

বর্ষায় কখনো ভ্যাবসা গরম কখনও আবার সারাদিন ঝরঝর করে বৃষ্টি ঝরতে থাকে। বৃষ্টিতে প্রকৃতির শোভা যেন আরও বেড়ে যায়। এমন আবহে সবুজের মাঝে, বিশেষ করে পাহাড়ে দিন কাটাতে চান অনেকেই । যদি এই বর্ষাতেই পাহাড় সফরে যান, তবে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। যেমন-

১. আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখুন। ঝড়বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে, সেই অনুযায়ী বাইরে ঘোরার পরিকল্পনা করুন।

২. বেড়াতে যাওয়ার আগে অবশ্যই ফার্স্ট এইডের সামগ্রী সঙ্গে রাখুন। বিশেষ করে পাহাড়ি এলাকায় কিছু পোকামাকড়ের উপদ্রব তো থাকবেই। তাই সেই বিশেষ ধরনের ওষুধ সঙ্গে রাখুন।

৩. বাইরে ঘুরতে গেলে স্থানীয় খাবার খাওয়ার প্রতি সকলেরই ঝোঁক থাকে। কিন্তু বর্ষার সময় স্ট্রিট ফুড এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ এই সময়ে পানিবাহিত রোগ হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।

৪. বর্ষায় পাহাড়ে গেলে সঠিক জুতো নিতেও ভুলবেন না। হিল জুতো একেবারেই এড়িয়ে চলুন। বর্ষায় বরং ওয়াটারপ্রুফ স্নিকার্স পরে পাহাড়ে ছুটি কাটান।

৫. পাহাড়ে বৃষ্টিতে ভিজে গেলে সহজে কাপড় শুকাবে না। তাই সুতির কাপড়ের পরিবর্তে সিন্থেটিক কাপড়ের পোশাক নিয়ে যান।

৬. শুধুমাত্র জুতো নয়, ভ্রমণে ওয়াটারপ্রুফ ব্যাগ সঙ্গে রাখুন। রাস্তায় যেকোনও সময় বৃষ্টিতে ব্যাগ ভিজে যাওয়ার সম্ভাবনাও থাকে। তার জন্য আগে থাকতেই প্রস্তুতি রাখুন।

৭. বৃষ্টি যাতে বেড়ানোয় বাধা না হয়ে দাঁড়ায়, তাই রেনকোট বা বর্ষাতি সঙ্গে রাখুন।


Linkeei Official

192 Blog posts

Comments