বর্ষার সাজ

বর্ষার আকাশে মেঘ-রোদ্রের লুকোচুরি চলতেই থাকে। হয়তো প্রচণ্ড রোদ দেখে বাইরে বের হলেন, হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হ

বর্ষার আকাশে মেঘ-রোদ্রের লুকোচুরি চলতেই থাকে। হয়তো প্রচণ্ড রোদ দেখে বাইরে বের হলেন, হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হলো। তাই বৃষ্টির দিনে সাজ-পোশাকের ব্যাপারে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।

বর্ষায় কিছুটা গাঢ় রংয়ের পোশাক পরুন। ছাতা কিংবা রেনকোটের ক্ষেত্রেও একই।

ভিজে গেলে মেক-আপ নষ্ট হয়ে যেতে পারে এই ভয়ে অনেকেই বর্ষার দিনে বাইরে বেরনোর সময় মেক-আপ করেন না। তা না করে  ওয়াটারপ্রুফ মেক-আপ ব্যবহার করুন। আর খুব বেশি মেক-আপ করতে না চাইলে শুধুমাত্র কাজল এবং লিপস্টিক ব্যবহার করুন।

বর্ষায় ট্রান্সপারেন্ট জুতা ব্যবহার করতে পারেন। ছাতা, ব্যাগ ট্রান্সপারেন্ট ব্যবহার করতে পারলেও ভালো।

বর্ষার ফ্যাশনে জুতা, ছাতা কিংবা রেনকোটের রং ম্যাচিং করে পরতে পারেন।

বর্ষাকালে নখের যত্ন নিতে ভুলবেন না। হাত এবং পায়ের নখ ম্যানিকিওর করান। এই সময় ফ্রেঞ্চ ম্যানিকিওর কিংবা জেল নেল না করানোই ভাল। পরিবর্তে নখেও রাখুন বর্ষার ছোঁয়া। নানা রংয়ের নেলপলিশের কারুকাজে নখে আঁকতে পারেন ছাতা কিংবা নখকে দিতে পারেন বর্ষার আকাশের রূপ।


Linkeei Official

192 وبلاگ نوشته ها

نظرات