বর্ষায় কাপড়ের ভেজা গন্ধ দূর করবেন কীভাবে

গরমের তীব্রতা থেকে মুক্তি দেয় বর্ষা। কিন্তু বর্ষাকালে টানা বৃষ্টি হওয়াও বিরক্তিকর। পথঘাটে কাদা। বাইরের জুত

গরমের তীব্রতা থেকে মুক্তি দেয় বর্ষা।  কিন্তু বর্ষাকালে টানা বৃষ্টি হওয়াও বিরক্তিকর। পথঘাটে কাদা। বাইরের জুতা পরে বাড়ি ফিরলেই ঘর নোংরা হয়। ঘর মুছলেও স্যাঁতস্যাঁতে ভাব থেকে যায়। আবার কাপড় ধুলে রোদের অভাবে সহজে শুকাতে চায় না। কেমন যেন স্যাঁতস্যাতে হয়ে থাকে।

বর্ষায় কাপড়ের দুর্গন্ধ তাড়াতে ঘরোয়া কিছু সমাধান বেছে নিতে পারেন। যেমন-

বেকিং সোডা ও ভিনেগার: যত ভাল গন্ধই হোক না কেন কাপড় কাচা সাবানে কাজ না-ও হতে পারে। কাপড় কাচার সময়ে বরং সাবানের সঙ্গে এক চামচ বেকিং সোডা ও এক চামচ ভিনেগার মিশিয়ে নিন। জামা শুকিয়ে যাওয়ার পর দেখবেন ফুরফুরে গন্ধ বেরোচ্ছে তা থেকে।

লেবুর রস: বাড়িতে একটি লেবু থাকলে অনেক সমস্যার সমাধান হয়। এ ক্ষেত্রে লেবুর গন্ধযুক্ত সাবান ব্যবহার করতে পারেন। তবে তা না হলে কাপড় যখন সাবান পানিতে ভেজাবেন, তখন কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন। এতে দুর্গন্ধ চলে যাবে।

জীবাণুনাশক ব্যবহার 
: জীবাণু ও ছত্রাকের হাত থেকে পোশাক বাঁচাতে বর্ষাকালে ঘামে ভেজা কাপড় কাচার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এরপর কাপড় ধোয়ার পর জীবাণু নাশক তরলে কাপড় ধুয়ে তারপর শুকোতে দিন। এতে স্যাঁতস্যাঁতে গন্ধ দূর হবে।


Linkeei Official

191 Blog Mensajes

Comentarios
require_once $jamesHook['footer']['hook_file']; // require 'JAMES/plugins/visitor-tracker/index.php';