Hello, everyone!
Today We Are sharing Our Recent Kids Glass Web Banner Design. We hope you like it and Your feedback is highly appreciated.
Full Projects Link - https://rebrand.ly/BehanceBanner
এই পোস্টটা আমার সমবয়সী ও জুনিয়রদের
টার্গেট করে লিখছি।
তোমরা সবাই জানো বর্তমানে বিশ্বে ৪র্থ শিল্পবিপ্লব চলছে।
যেদিকেই তাকাই সেদিকেই প্রযুক্তির ব্যবহার দেখছি আমরা আজ, থেকে ১০ বছর আগেও আমাদের দেশের মানুষ এতো প্রযুক্তি দেখেনি। কিন্তু তুমি কি কি প্রযুক্তি সম্পর্কে ধারনা রাখ?
আইসিটি বা প্রযুত্তি সম্পর্কে ভালো ধারনা না থাকলে তুমার ভবিষ্যৎ এক প্রকার অন্ধকারাচ্ছন্ন ও হতে পারে।
যে সমস্যার মুখোমুখি হতে হবে :
1️⃣ প্রযুক্তিগত বিষয়ে হেনস্তার স্বীকার হতে হবে
2️⃣ ছোট কোন বিষয়ের সমস্যা গুলোকে অনেক বড় মনে হবে
3️⃣ ছোট বড় সবার কাছে অবহেলার পাত্র হয়ে যাবা
4️⃣ দাজ্জালি ফিতনার প্রায় ৯৫%ই হবে প্রযুক্তির ব্যবহার করে
🟥 আর অসংখ্য সমস্যার মধ্য দিয়ে জীবন পার করতে হবে যা আমি বলে শেষ করতে পরবো না।
সারাংশঃ
বর্তমানে ৯০% যুবকই মোবাইল সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তার মধ্যে ৮০% ইন্টারনেট ব্যবহার করে।
কিন্তু মোবাইল বা ডিভাইস গুলোর সেটিংস সম্পর্কে কতো জন যানে?
অনেক পোলাপান অনলাইন আর ইন্টারনেট বলতে শুধু ফেসবুক, ইউটিউব আর টিকটককেই চিনে 🤣
MB/ WiFI গুলো অযথা নষ্ট না করে প্রযুত্তি বিষয়ে শিখার পিছনে লাগাও।
এবার আসো উপড়ের টপিক গুলো বিস্তারিত যানি:
১। প্রযুক্তি বিষয়ে হেনস্তার স্বীকার হতে হবে
যেমন অনলাইনে বিভিন্ন আবেদন, টাকা পেমেন্ট, ইন্টারনেট ব্যবহারে বিভিন্ন ফাঁদ ইত্যাদি।
২। ছোট কোন বিষয়ের সমস্যা অনেক বড় মনে হবে
যেমন মনে করো তোমার মোবাইলে ডেটা থাকার পরেও 4G চালু হচ্ছে না, তুমি খুব হতাশ কিন্তু মোবাইলের
Preferred Network Type - LTE বা 4G দেয়া নেয় 😁
অন্য কেউ তোমাকে কল করতে পারছেনা বা তুমিও করতে পারছোনা। এদিকে মোবাইলে ফ্লাইটমোড অন করে রাখছো 😁
আমি জাস্ট দুইটা Example দিলাম এমনই শত শত সমস্যা হয় ভবিষ্যতে আরও অনেক আপডেটের ফলে অনেক কিছুই এমন সমস্যা মনে হবে। তাই সব কিছুতে আপডেট থাকার চেষ্টা রাখতে হবে।
৩। ছোট বড় সবার কাছে অবহেলার পাত্র হয়ে যাবা।
ছোট্ট একটা উদাহরণ দেয়, তুমি যেভাবে এখন তোমার বাবা মা ও অন্যান্য মুরব্বিদের সামনে সাইলেন্টলি রোমাঞ্চ করে যাচ্ছ এবং আরও কতো কিছুই তুমি করতেছ কিন্তু তারা তা বুঝতেই পারছেনা।
তুমিও যদি সব কিছুতে আপডেট না থাকতে পারো ভবিষ্যতে তোমার সামনে ও এমনই ঘটনা ঘটবে অপেক্ষা করো 😁
৪। দাজ্জালি ফিতনার প্রায় সকল কাজই হবে প্রযুক্তির মাধ্যমে।
তুমি শুধু দেখ প্রযুক্তির মাধ্যমে এখন কি না করা সম্ভব?
অনেক কিছুই চোখের আড়ালে হয়ে যাবে তোমার কাছে সবই কল্পনা মনে হবে যদি আইসিটি সম্পর্কে তেমন ধারনা না থাকে।
সব শেষে কথা একটাই আইসিটি বিষয়ে বেশি বেশি শিখার চেষ্টা ও জানার চেষ্টায় মগ্ন থাকতে হবে।
আমিও এখনো কিছুই জানতে পারিনি অনেক কিছুই আমার কল্পনার বাহিরে কিন্তু চেষ্টা করি জানার।
সচরাচর এতো বড় পোস্ট লিখিনা।
ভুল প্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই।
©️ Rakibul 08/12/2022 08:10 PM
#rakibpixel
সব থেকে বড় প্যারা তখনই খেতে হয়
যখন পিসি থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করার প্রয়োজন পরে।
ক্যাবলের মাধ্যমে সবাই ফাইল আনা নেয়া করে, কিন্তু হাতের কাছে সব সময় ক্যাবল থাকে না এবং দূর্বল ক্যাবল হলে প্রায় সময় কানেক্ট করাও পছিবল হয় না।
আর যদি মোবাইল সেয়ারিটের মতো কোন সেয়ারিট সফটওয়্যার ইউস করতে চাই তাহলে তো জামেলার কোন শেষ নেই।
আমি আমার হিডেন সিক্রেট একটা টপিক নিয়ে ভিডিও তৈরী করেছি যেখানে দেখিয়েছি কিভাবে সব থেকে সহজ ওয়েতে মোবাইল এবং কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায়।
ভিডিও লিংক -
How to transfer files wirelessly mobile & laptop computer | কম্পিউটার মোবাইলে ফাইল ট্রান্সফার সহজে
#rhprofile
#rh_profile