রাসুলুল্লাহ (সাঃ) কখনোই কোনো খাবারের দোষ ধরতেন না, জানেন এটা? পছন্দ হলে খেতেন, না হলে সরিয়ে রাখতেন। আপনি যদি সুন্নতি তরিকায় জীবনযাপন করে থাকেন, তাহলে খাবার সম্পর্কে ঋণাত্মক মন্তব্য করা বাদ দিন অনুগ্রহ করে। আর কেউ স্বপ্রণোদিত হয়ে উপহার দিলে আগ্রহ ভরে নিন ও তাকে ধন্যবাদ জানান। এতে করে দেখবেন, দুজনেই আনন্দিত হবেন। একইসঙ্গে উপহার দেওয়ার অভ্যাসও গড়ে তুলুন। দেখবেন অধিকতর আনন্দিত হচ্ছেন! ভোগ নয়, ত্যাগেই যে প্রকৃত সুখ, তা উপলব্ধি করবেন!
ভালো রাখুন, ভালো থাকুন!