“কোনো কিছু দান করতে গিয়ে একজন ভিক্ষুকের ভিক্ষুক হওয়ার যে যোগ্যতা আমরা যাচাই করি (হাত, পা, চোখ ইত্যাদি আছে কিনা), আল্লাহ তা’আলা কিছু দেয়ার ক্ষেত্রেও যদি ঐভাবে আমাদের যাচাই করতেন (আমরা মুমিন কিনা, তাঁর ইবাদত করি কিনা ইত্যাদি) তাহলে আমাদের কি অবস্থা হতো একবারও কি ভেবে দেখেছি?
তাই আমাদের উচিত ভিক্ষুক কাছে এলে সামর্থ্য অনুযায়ী দান করা।”
আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক, আমীন।
Мне нравится
Комментарий
Перепост