আপনাদের সাথে একটা প্যারানরমাল ধরনের ঘটনা শেয়ার করি....
গতকাল রাত ১০ টা নাগাদ আমি আমার একটা বন্ধুর সাথে ফোনের মেসেজ এর মাধ্যমে কথা বলছিলাম যদিও আমি পড়ছিলাম তবে কোন একটা সাহায্যের ব্যাপারে কথা হচ্ছিল।

আমি ফোন লক করে বইয়ে মনোযোগ দিচ্ছিলাম বিরতি সময়ে দেখলাম একটা অদ্ভুত মেসেজ আমার ফোন থেকে আমার বন্ধু কে পাঠানো হয়েছে এবং মেসেজ এর রিপ্লাই ও এসেছে

কিন্তু আমি সিউর যে আমি ওরকম এমুজি দিয়ে কোন মেসেজ কাউকে কখনো দেইনি আর যেই কথা হচ্ছিল সেখানে ঠিক ওই মেসেজ টা ও প্রাসঙ্গিক নয়
আমার বাসায় আমি সহ মোট ৩জন সদস্য
আমার ভাইয়া আমার ফোন কখনো অনুমতি ব্যতীত ধরেন না,আম্মু মেসেজ করতেই পারেন না।

আমার রুমেই আম্মু ছিলেন ঘুমিয়ে,রুম এর জানালা খোলা ছিল সব
আমি আসলে বুঝতে পারছিনা যে এরকম কিভাবে সম্ভব!
কেউ কি বিষয় টা ব্যাখ্যা করতে পারবেন?
আমি বেশ চিন্তিত এরকম ঘটনা নিয়ে।
জ্বীন মেসেজ করতে পারে এইটা ও মানতে পারছিনা।