সমস্যাটি শুরু হয়েছে গত সপ্তাহে আমি যখন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে আইফোন ক্রয় করি।
আমাদের বাড়িটা টিন সেট হওয়ায় কোন ছাদ নেই। সেজন্য বড় একটা বাশের মই বানিয়ে টিনের চালে উঠার ব্যবস্থা করি। এরপর থেকে নিয়ম করে প্রতিদিন সকাল,বিকাল এবং সন্ধ্যা বেলায় মই বেয়ে চালে উঠে মাইকিং করি,
"আমি এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে একটি আইফোন কিনেছি। ব্যাক নিয়েছে ৪৭০০ টাকা।"
কিন্তু সত্যি বলতে বিষয়টি আমার কাছে খুবই লেইম মনে হয়। কোন সুস্থ মানুষের পক্ষে এমন লেইম কাজ করা সম্ভব নয় বলে আমি মনে করি। কিন্তু আমি এটা করা কোনভাবেই বন্ধ করতে পারছি না। এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি?
(বাই দ্যা ওয়ে, এই পোস্টটি আমার আইফোন থেকে লিখেছি। যেটা এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে গত সপ্তাহে কিনেছি।)
お気に入り
コメント
シェア