এক ছোট্ট ছেলে তার বাবার সাথে পাহাড়ের পাশে হাঁটছিল। হঠাৎ একসময় পড়ে গিয়ে আঘাত পেল ছেলেটা। ব্যাথা পেয়ে বলে উঠলো, “আহ…”
ছেলেটিকে অবাক করে দিয়ে পাহাড়ের কোন এক জায়গা থেকে আওয়াজের পুনরাবৃত্তি হলো, “আহ…”।
https://www.anuperona.com/reflection-of-deeds/
پسند
تبصرہ
بانٹیں