ক্রোম ব্রাউজারে স্বয়ংক্রিয়ভাবে চালু হবে ইউটিউবের পিকচার-ইন-পিকচার সুবিধা
***********************************************************************
ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে ইউটিউবের পিকচার-ইন-পিকচার (পিআইপি) সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু করে দেবে ক্রোম ব্রাউজার। এর ফলে ইউটিউবে ভিডিও দেখার সময় ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা অন্য ট্যাবে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে ইউটিউবের পিকচার-ইন-পিকচার সুবিধা চালু হয়ে যাবে। অর্থাৎ ইউটিউবে চালু থাকা ভিডিও ফোন বা কম্পিউটারের পর্দার এক কোনায় দেখা যাবে। নতুন এ সুবিধা চালুর জন্য কাজও শুরু করেছে গুগল।

গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সহজেই ইউটিউবে কোনো টিউটোরিয়াল ভিডিও দেখার সময় স্বয়ংক্রিয়ভাবে অন্য ট্যাব চালু করে নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারবেন। ফলে বর্তমানের মতো বারবার পিকচার-ইন-পিকচার সুবিধা চালু বা বন্ধ করতে হবে না। বর্তমানে ক্রোম ব্রাউজারে গুগলের পিআইপি এক্সটেনশন ব্যবহার করে এ সুবিধা পাওয়া গেলেও ভবিষ্যতে ব্রাউজারের সাইট সেটিংস অপশন পরিবর্তন করে স্বয়ংক্রিয়ভাবে এ সুবিধা ব্যবহার করা যাবে।

ক্রোম ব্রাউজারে ইউটিউবের স্বয়ংক্রিয় পিকচার-ইন-পিকচার সুবিধা উইন্ডোজ ১০, উইন্ডোজ ১১, ম্যাকওএস এবং ক্রোমওএসে চলা সব ধরনের যন্ত্রে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় এ সুবিধা চালু বা বন্ধ করতে পারবেন বলে জানিয়েছে গুগল।

সূত্র: গ্যাজেটস নাউ

source : প্রথম আলো।

image