একদা হযরত ঈসা (আঃ) কোথাও সফরে যাচ্ছিলেন। এমন সময় এক ইহুদী আরজ করল, হে আল্লাহর রাসূল! আমি আপনার সফরের সঙ্গী হতে চাই। হযরত ঈসা (আঃ) বললেন, ঠিক আছে; তুমি যখন আমার সাথে যেতে চাচ্ছ তাহলে চল। অতঃপর দু’জনে মিলে হাঁটতে শুরু করল। অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং পেটে ক্ষিধে অনুভব করল। তাই এবার কোথাও বসে নাস্তা করার মনস্থ করল। দু’জনের নিকট মােট ৩টি রুটি ছিল।
দুটি রুটি দু’জনে খাওয়ার পর হযরত ইসা (আঃ) বললেন, ভাই! তুমি একটু বস। আমি আসছি। একথা বলে তিনি চলে গেলেন। এদিকে ইহুদীর মনে লােভের তীব্র বাসনা জেগে উঠলাে। সে ভাবলাে, যদি আমি তৃতীয় এই রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় একা খেয়ে নিতে পারবাে। তাই সে উহাকে তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখলাে।
Continue reading... https://www.anuperona.com/3-bread-story/
Raj Kumar
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?