সাফল্য সাফল্য করে অনেক ছুটোছুটি করলেও যারা সাফল্যের দেখা পাচ্ছেন না, তাদের জন্য রীতিমতো বোমা ফাটালেন আলিবাবার চেয়ারম্যান জ্যাক মা। তিনি বলেছেন, ৩৫ বছর বয়সেও যদি আপনি ধনী হতে না পারেন, টাকাপয়সা নিয়ে চিন্তা করতে হয়, তাহলে সেটা আপনারই দোষ। আর কারও নয়।
চীনের শীর্ষ একটি দৈনিকে নিজের লেখা কলামে জ্যাক মা এ মন্তব্য করেন।
কলামের শুরুতে তিনি বন্ধুদের সাথে আলিবাবার আইডিয়া শেয়ারের কথা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ’২৪ জন বন্ধুর সাথে আলাপ করেছিলাম। টানা দুই ঘণ্টা সব বোঝানোর পরও তারা দ্বিধায় ভুগছিল। ২৪ জনের মধ্যে ২৩ জনই বলছিল এই আইডিয়া বাদ দিতে। আমার নাকি ইন্টারনেট নিয়ে ধারণা নেই। মূলধন নেই।’
Read more https://www.anuperona.com/jack-maa/
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری