জঙ্গলের রাস্তা দিয়ে একপাল ইঁদুর যাচ্ছিল খাবারের খোঁজে। পথের মধ্যে ছিল একটি খাঁড়া, মসৃণ ও গভীর গর্ত। ইঁদুরগুলোর কারোরই গর্তের ব্যপারে কিছু জানা ছিল না । তাই, হঠাৎ করেই দুটি ইঁদুর পা ফসকে গর্তে পড়ে গেল।

গর্তে পড়ার পর তারা চেষ্টা করতে লাগল গর্ত থেকে উঠে আসার । কিন্তু গর্তটির গা এতটাই মসৃণ ছিল যে, তা বেয়ে ওঠা সম্ভব ছিল না, তারপরও তারা বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করতে লাগল, অন্যদিকে যারা উপরে ছিল তারা চিৎকার করে তাদের উৎসাহ যোগাতে লাগল।


Read more https://www.anuperona.com/rat-and-jungle/

কিশোর গল্প: 'তুমি পারবে, তুমি পারবে না' | Anuprerona
Favicon 
www.anuperona.com

কিশোর গল্প: 'তুমি পারবে, তুমি পারবে না' | Anuprerona

জঙ্গলের রাস্তা দিয়ে একপাল ইঁদুর যাচ্ছিল খাবারের খোঁজে। পথের মধ্যে ছিল একটি খাঁড়া, মসৃণ ও গভীর গর্ত। ইঁদুরগুলোর কারোরই গর্তের ব্যপারে কিছু জানা ছিল না । তাই, হঠাৎ করেই দুটি ইঁদুর পা ফসকে গর্তে পড়ে গেল।