হযরত হাসান বসরী (রহ.) বলেছেন: আমি মক্কার বাজারে গেলাম, কাপড় কিনতে। দোকানদার শুরু থেকেই কাপড়ের প্রশংসা করতে শুরু করলো। ক্ষণে ক্ষণে শপথ করে বলতে লাগলো: তার কাপড়ই বাজারের সেরা, ইত্যাদি। আমি কাপড় না কিনেই দোকান থেকে বেরিয়ে এলাম।
এমন লোকের কাছ থেকে কিছু কেনা নিরাপদ নয়। দুই বছর পর আবার হজ্বে গেলাম। আবার সেই দোকানে কাপড় কিনতে গেলাম। অদূরে দাঁড়িয়ে লোকটার প্রতি লক্ষ রাখলাম। নাহ, আগের মতো প্রশংসা-শপথ কোনওটাই করছে না। ক্রেতা নিজের পছন্দ মতো কেনাকাটা করছে। আমি এগিয়ে গেলাম।
Read more https://www.anuperona.com/honest-wife/
お気に入り
コメント
シェア