একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসলেন। পরের স্টপে একজন শক্ত সমর্থ যুবতী মেয়ে উঠে এসে বৃদ্ধা মহিলার পাশে বেশকিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসে পড়ল।
যুবতীটি যখন দেখল যে বয়স্কা মহিলা চুপ করে রয়েছেন, তখন সে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করল যে সে যখন ব্যাগ নিয়ে চেপে চুপে বসল তখন তিনি কেন অভিযোগ করলেন না।
প্রবীণ মহিলা হাসি দিয়ে জবাব দিলেন: ” এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ তোমাকে পাশে নিয়ে আমার ভ্রমণটি খুব ছোট কারণ আমি পরের স্টপে নেমে যাচ্ছি। ”
এই উত্তরটি সোনার অক্ষরে লেখার দাবিদার: “এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ আমাদের একসাথে যাত্রা খুব ছোট”।
Read more https://www.anuperona.com/girl....-and-old-women-story
إعجاب
علق
شارك