বনী ইসরাঈলের একজন অনেক বড় আবিদ (ইবাদত গুজার) ব্যক্তি ছিল। একদিন, একই এলাকার তিন ভাই একদা সেই আবিদের নিকট উপস্থিত হয়ে বলল: আমরা সফরে যাচ্ছি, তাই ফিরে আসা পর্যন্ত আমাদের একমাত্র যুবতি বোনকে আপনার কাছে রেখে যেতে চাই। আবিদ ব্যক্তি ফিতনার ভয়ে নিষেধ করে দিল।

কিন্তু তাদের বারবার অনুরোধের কারণে রাজি হল এবং বললো : তাকে আমি সাথে তো রাখতে পারব না, বরং পাশের নিকটবর্তী কোন বাড়িতে রেখে যান। সুতরাং, এমনই হল এবং তারা সফরে চলে গেল। আবিদ তার ইবাদতখানার বাইরে খাবার রেখে দিত, সে মেয়ে তা নিয়ে যেত।

কিছুদিন পর শয়তান সেই আবিদের অন্তরে সহানুভূতির মাধ্যমে কূমন্ত্রণা দিল যে, “খাবার নেওয়ার সময় সেই যুবতী মেয়ে তার থেকে বেরিয়ে আসে, কখনো কোন দুষ্ট লোকের হাতে যেন না পড়ে যায়।

Read more https://www.anuperona.com/abid-and-younger-women/

হতভাগা আবিদ ও যুবতী মহিলার ঘটনা | Anuprerona
Favicon 
www.anuperona.com

হতভাগা আবিদ ও যুবতী মহিলার ঘটনা | Anuprerona

বনী ইসরাঈলের একজন অনেক বড় আবিদ (ইবাদত গুজার) ব্যক্তি ছিল। একদিন, একই এলাকার তিন ভাই একদা সেই আবিদের নিকট উপস্থিত হয়ে বলল: আমরা সফরে যাচ্ছি, তাই ফিরে আসা পর্যন্ত আমাদের একমাত্র যুবতি বোনকে আপনার কাছে রেখে যেতে চাই। আবিদ ব্যক্তি ফিতনার ভয়ে নিষেধ করে দি