ইতালীর একটি ছোট্ট শহর ছিল পম্পেই। নেপলস এর পাশেই এর অবস্থান। সব থেকে বড় পরিচয় হল বিশ্বের ভয়ংকরতম সক্রিয় আগ্নেয়গিরি ভিসুভিয়াস পর্বতের পাদদেশেই ছিল এই শহরটি। ২০ হাজার লোকের বসবাস ছিল এই শহরে। খ্রীষ্টপূর্ব ৮৩ সালে ভয়াবহ এক ভুমিকম্পে শহরটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তার পর থেকেই শহরটি পুনর্গঠিত হচ্ছিল। যদিও তৎকালীন রোমান সাম্রাজ্যের অস্থিরতাও প্রকট ভাবে পরিলক্ষিত হচ্ছিল এই শহরে। অন্যায়, অত্যাচার, নির্যাতন, অশ্লীলতায় ভরে গিয়েছিল নগরীর পরিবেশ।
Read more https://www.anuperona.com/town-of-pompey/
Kao
Komentar
Udio