কর্নেল মাহমুদুল হাসানের প্রিয় পরিচারক আব্দুল মাজেদের দু’দিন থেকে সামান্য সর্দিজ্বর। পাড়ার ডাক্তার তারেক হাসান সাহেব তাকে দেখতে এসেছিলেন প্রচুর আশ্বাস দিয়ে এবং লম্বা-চওড়া প্রেসক্রিপশন লিখে তিনি আড্ডার মেজাজে বসলেন।

দেশের হালচাল নিয়ে কিছুক্ষণ বকবক করে গেলেন। তারপর হঠাৎ মুচকি হেসে বললেন, “আচ্ছা কর্নেল সায়েব, আপনি তো বিখ্যাত রহস্যভেদী। এ যাবৎ বিস্তর জটিল রহস্য ফাস করেছেন শুনেছি। কিন্তু কখনও কি এমন কোনও কেস আপনার হাতে এসেছে, যার রহস্য ফাস করতে পারেননি?”


Read more https://www.anuperona.com/mysterious-clock/

গোয়েন্দা গল্প: 'ঘড়ি রহস্য' | Anuprerona
Favicon 
www.anuperona.com

গোয়েন্দা গল্প: 'ঘড়ি রহস্য' | Anuprerona

কর্নেল মাহমুদুল হাসানের প্রিয় পরিচারক আব্দুল মাজেদের দু’দিন থেকে সামান্য সর্দিজ্বর। পাড়ার ডাক্তার তারেক হাসান সাহেব তাকে দেখতে এসেছিলেন প্রচুর আশ্বাস দিয়ে এবং লম্বা-চওড়া প্রেসক্রিপশন লিখে তিনি আড্ডার মেজাজে বসলেন।