বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর ছােটবেলার ঘটনা। একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদ গমন করছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল। রাত্রি যাপনের আয়ােজনে সকলেই ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুণ্ঠন করে নিল।
ডাকাত দলের লুণ্ঠন যখন শেষ হলাে, তখন একজন ডাকাত, বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বললাে, এই ছেলে! তােমার নিকট কিছু আছে কি? বালক আব্দুল কাদের অকুণ্ঠচিত্তে জবাব দিলেন, হ্যাঁ, আছে।
Read more https://www.anuperona.com/dakot/
पसंद करना
टिप्पणी
शेयर करना
Md Rakib
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?