অনেকদিন আগের কথা। একবার এক খোদাভীরু আলেম দূরের সফরে বের হলেন। তিনি সাথে একটি মোরগ নিলেন যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয়। পোষা কুকুরটাকেও সাথে নিলেন যাতে চোর থেকে তাকে পাহারা দেয়। একটা গাধা নিলেন তার উপর বইপত্র এবং খাদ্য সামগ্রী বহন করার জন্য।
সারাদিন চলতে চলতে সূর্যাস্তের সময় তিনি একটি গ্রামে পৌছলেন। তিনি সেই তাঁর রাতটা ঐ গ্রামে কাটাতে চাইলেন কিন্তু কেউ তাকে মেহমান হিসেবে গ্রহন করল না। অগত্যা তিনি গ্রামের বাইরে জঙ্গলের পাশে এক গাছের নীচে রাত কাটাতে বাধ্য হলেন।
Read more https://www.anuperona.com/alla....h-does-what-he-does-
Beğen
Yorum Yap
Paylaş
Sumon Kumar Sarkar
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?