এটিই এপর্যন্ত ফসিল হিসেবে পাওয়া সবচেয়ে বৃহৎ আকৃতির মানব-পুরীষ। ভদ্র শব্দটি বোঝেননি তো? মল। গু। পুপ। নবম শতকের জনৈক অসুস্থ ভাইকিং-এর পুপ এটা। এবং এটি দুনিয়ার সবচেয়ে দামী গু। মুল্য— ৩৯,০০০ মার্কিন ডলার। আপনি কিনতে চাইলে— ৪২,৯০,০০০ টাকা। এই দুর্লভ দলাটির দৈর্ঘ্য— ৮ ইঞ্চি, ব্যাস— ২ ইঞ্চি।

১২০০ বছর বয়সী এই মলদণ্ডটি মানবেতিহাসের এযাবৎ সবচেয়ে পুরনো মলদণ্ড। এর অফিসিয়াল নাম— লয়েডস ব্যাংক কপ্রোলাইট (Lloyds Bank Coprolite). কপ্রোলাইট, আরেকখানা ভদ্র শব্দ, অর্থ— ফসিল-গু।

১৯৭২ সালে, উত্তরপশ্চিম ইংল্যান্ডের ইয়র্কে, লয়েডস ব্যাংকের টিএসবি শাখা বানানোর সময় মাটি খুঁড়তে গিয়ে এই মহামূল্যবান পটিখণ্ডটির সন্ধান পায় শ্রমিকরা।

কিছুই ফেলনা নয়। বড়ো-সাইজের হাগবেন। বলা যায় না, কবে আবিষ্কৃত হয়ে যান!

image