ক্লিফডেন, আয়ারল্যাণ্ড।

আঠারো শ’ ছিচল্লিশ সালের মে মাসের সাতাশ তারিখ।

সাগরের নোনা হাওয়ার তোড়ে ভাসতে ভাসতে বিদায় নিয়ে চলে গেছে কালো মেঘের ভেলা। দুপুরে নীল আকাশে ঝলমল করছে সূর্য। সোনালি রোদে চিকচিক করছে বৃষ্টিস্নাত সবুজ ফসলের মাঠ। দু’দিকের কাঠের বেড়ার মাঝে সরু পথে এগিয়ে চলেছে দুই অশ্বারোহী। আশপাশে কেউ নেই, নইলে হয়তো বুঝতে পারত এরা গ্রামের মানুষ নয়।

https://www.inspireliterature.....com/kalbela-masud-ra

কালবেলা (মাসুদ রানা) - কাজী আনোয়ার হোসেন
Favicon 
www.inspireliterature.com

কালবেলা (মাসুদ রানা) - কাজী আনোয়ার হোসেন

ক্লিফডেন, আয়ারল্যাণ্ড।