জলবায়ুর রহস্য জানতে ছোট্ট স্যাটেলাইট পাঠাল নাসা
***********************************************************************
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। আগামী এক দশকের মধ্যে উত্তর মেরু বা আর্কটিক অঞ্চল বরফশূন্য হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চলছে নানা ধরনের গবেষণা। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো পৃথিবীর মেরু অঞ্চলের তাপ পরিমাপ করতে জুতার বাক্সের সমান স্যাটেলাইট পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার বিজ্ঞানী কারেন সেন্ট জার্মেই জানিয়েছেন, মেরু অঞ্চলে কী ঘটছে, জলবায়ুতে কী পরিবর্তন হচ্ছে তা জানার ক্ষমতাকে উন্নত করার জন্য নতুন স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে। স্যাটেলাইটটির আকার একটি জুতার বাক্সের সমান। রকেট ল্যাবের তৈরি ইলেকট্রন রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি নিউজিল্যান্ডের উত্তরে মাহিয়া নামের এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। আর্কটিক ও অ্যান্টার্কটিকের ওপর থেকে ইনফ্রারেডের মাধ্যমে মেরু অঞ্চলের মেঘ, আর্দ্রতা বা বরফ গলে যাওয়ার তথ্য সংগ্রহ করবে স্যাটেলাইটটি।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয় ম্যাডিসনের বিজ্ঞানী ট্রিস্টান ল’ইকুয়ার জানিয়েছেন, স্যাটেলাইটটির সংগ্রহ করা তথ্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য পরিচালিত বিভিন্ন গবেষণার কাজে সহায়তা করবে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে তাপ প্রবাহিত হওয়ার প্রক্রিয়া শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ।

নাসার তথ্যমতে, প্রিফায়ার নামের এই অভিযানে মেরু অঞ্চলের মেঘ, আর্দ্রতা বা বরফ গলে যাওয়ার মতো বিষয় বিশ্লেষণ করা হবে। এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনের বিভিন্ন মডেল তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এবার স্যাটেলাইটের তথ্যের মাধ্যমে নতুন মডেল তৈরি করা সম্ভব হবে। ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কেমন হতে পারে, তা জানাতেও কাজ করবে এই স্যাটেলাইট। জলবায়ুর রহস্য জানতে আকারে ছোট বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

সূত্র: ফিজিস ডট অর্গ

source : প্রথম আলো।

image