বাবার পিছু নেওয়া আদরের সন্তানের প্রাণ গেল ট্রাকচাপায়
***********************************************************************
বাড়ির পাশেই ঢাকা-সিলেট মহাসড়ক। বাড়ি থেকে কাজের জন্য যাচ্ছিলেন হারিছ মিয়া। চকলেট কেনার বায়না ধরে প্রতিদিনের মতো বাবার পিছু নিয়েছিল আদরের ছেলে ইসমাইল (৫)। কিন্তু বাবা বিষয়টি খেয়াল করেননি। হারিছ মিয়া হেঁটে রাস্তা পার হয়ে গেলেও পিছু নেওয়া ইসমাইল পার হতে পারেনি। সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় প্রাণ যায় ইসমাইলের।

আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজামারিয়াকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হারিছ মিয়ার তিন ছেলে–মেয়ের মধ্যে ইসমাইল ছিল সবচেয়ে বেশি আদরের।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী প্রথম আলোকে বলেন, ট্রাকটি ছিল বেপরোয়া গতির। ট্রাকচাপায় শিশুটির মৃত্যুতে পুরো পরিবার নির্বাক হয়ে গেছে। শিশুটির মা ও দাদি বারবার মূর্ছা যাচ্ছেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।

source : প্রথম আলো।

image