একটা সময় অন্যের ফ্রেন্ডলিস্টে তোমার জায়গা হবে না; আরেকটা সময় অন্যকে তোমার ফ্রেন্ডলিস্টে জায়গা দেয়ার মতো সুযোগ থাকবে না।
একটা সময় তুমি মেসেজ দিলে অন্য কেউ রিপ্লাই দেয়ার প্রয়োজন বোধ করবে না। আরেকটা সময় অন্যের মেসেজ "seen" করার মতো সময়টুকু তোমার হাতে থাকবে না।
এসব নির্ভর করে তোমার অবস্থানের ওপর। তাই আজ থেকে অন্যের মনোভাব পরিবর্তন নয়; বরং নিজের অবস্থান পরিবর্তনের জন্য লেগে যাও। তোমার অবস্থান পরিবর্তন হলে অন্যের মনোভাব এমনিতেই পরিবর্তন হবে এবং হতে বাধ্য।
©Gazi Mizanur Rahman
お気に入り
コメント
シェア