এখন ইহুদি ভোট নিয়েও দুশ্চিন্তা বাইডেন শিবিরে
***********************************************************************
হামাসের ৭ অক্টোবরের হামলা ও তার জবাবে গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ ঘিরে যে অস্থিরতা চলছে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ডেমোক্র্যাট শিবিরে। এ যুদ্ধের কারণে বাইডেনের প্রতি তাঁর ইহুদি ভোটারদের সমর্থন কমে যায় কি না, সেটাই এখন ডেমোক্র্যাটদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। ডেমোক্র্যাট নেতা বাইডেনকে লড়তে হবে তাঁর পুরোনো প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।
নির্বাচনের এ ডামাডোলে সবার এখন মনোযোগ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় ইসরায়েল-হামাস যুদ্ধ আরব বংশোদ্ভূত আমেরিকান ও প্রগতিশীল ইহুদি আমেরিকানদের মধ্যে বাইডেনের অবস্থান কতটা নড়বড়ে হয়েছে তার ওপরে। বিশেষ করে পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, উইসকনসিন ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ (ব্যাটেলগ্রাউন্ড) রাজ্যগুলোয় ফল নির্ধারণে নিয়ামক হয়ে ওঠার মতো যথেষ্ট ভোটার রয়েছেন ইহুদি আমেরিকানদের মধ্যে।
বাইডেনের নির্বাচনী শিবির থেকে নিয়মিত অনলাইনে জুম কলের মাধ্যমে ‘জুইশ ওমেন ফর জো’ (জোর জন্য ইহুদি নারীরা) নামে একটি অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে। শিগগিরই তাঁরা একজন ‘ফেইথ এনগেজমেন্ট ডিরেক্টর’ নিয়োগ দেবেন, যার অনেক ইহুদি ভোটারের সঙ্গে যোগাযোগ রয়েছে। যদিও বেশ কয়েকজন ইহুদি নেতা ব্যক্তিগতভাবে সিএনএনের কাছে অভিযোগ করে বলেছেন, তাঁরা তেমন যোগাযোগ দেখতে পাচ্ছেন না।
জুইশ ডেমোক্রেটিক কাউন্সিল অব আমেরিকার (জেডিসিএ) একাধিক নেতা ও ডেমোক্রেটিক ভোটাররা সিএনএনকে তাঁদের হতাশার কথা জানিয়ে বলেছেন, প্রগতিশীল মিত্ররা তাঁদের পরিত্যাগ করছেন। সে কারণে তাঁদের নিজেদের রাজনৈতিকভাবে ‘গৃহহীন’ মনে হচ্ছে। কারণ, তাঁদের মনে হচ্ছে, বাইডেন যথেষ্ট করছেন না এবং তিনি তাঁর দলের বামপন্থীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না।
সিএনএন মিশিগানের কয়েকজন ইহুদি ভোটারের সঙ্গে কথা বলেছে। তাঁদের একজন মিশিগান জুইশ ডেমোক্র্যাটসের ওয়েস্ট মিশিগান প্রধান ট্রয় জুকোস্কি। তিনি বলেন, ‘আমাকে বেশ কয়েকজন সরাসরি বলেছেন, কেন কোনো ইহুদি একজন ডেমোক্র্যাটকে ভোট দেবেন?’ তিনি আরও বলেন, ‘যাঁরা ট্রাম্পকে ভোট দিতে পারেন, সেসব ইহুদিকে নিয়ে আমি চিন্তিত নই; বরং আমি ওই সব ইহুদিকে নিয়ে বেশি চিন্তিত, যাঁরা হয়তো ভোট নষ্ট করতে তৃতীয় কোনো প্রার্থীকে ভোট দেবেন বা ভোটই দেবেন না।’
রোজ গার্ডেনে ‘জুইশ আমেরিকান হেরিটেজ মান্থ’ উদ্যাপন সামনে রেখে গত মাসের শেষ দিকে হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনের আয়োজন হয়েছিল। সেখানেই ইহুদি ভোটারদের নিয়ে বাইডেন শিবিরের উদ্বেগ বোঝা যায়। ওই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস ও অভ্যন্তরীণ নীতিবিষয়ক উপদেষ্টা নীরা ট্যান্ডেন দেশে বাড়তে থাকা ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন। এ ছাড়া সেখানে জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা জন ফিনের ও জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি ইসরায়েলের পরিস্থিতি নিয়ে কথা বলেন।
সেখানে একজন জন কারবিকে প্রশ্ন করেন, কেন কলেজে এনএসসির একজন কর্মকর্তা ছিলেন, তিনি কি ফিলিস্তিনিদের ন্যায়বিচারের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনে অংশ নিয়েছিলেন? জবাবে কারবি বলেন, এনএসসির ওই কর্মকর্তা সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন।
source : প্রথম আলো