ধর্মের নামে অধার্মিক কাজে বাংলাদেশের মানুষ যেভাবে একত্রিত হয়। এই মানুষগুলো যদি এইভাবে ভেজাল খাবার, ঘুষখোর, ধর্ষক, সমাজের দৈনন্দিন ঘটে যাওয়া সকল অন্যায়ের বিরুদ্ধে এবং সুবিচার প্রতিষ্ঠা করতে একত্রিত হতে পারতো তাহলে সমাজটা অনেক সুন্ধর হতো।
আজ বাজারে যান কট্টর হিন্দু বলেন আর কট্টর মুসলমান বলেন চালের মধ্যে পাথর দিতে কোনো আপত্তি নাই। কোনো সরকারি অফিসে যান লাল/সাদা টিকা পরা হিন্দু লোক আর দাড়িওায়ালা মুসলমান দেখবেন কিভাবে মিলেমিশে ঘুষ খাচ্ছেন। মুসলমান হিন্দুর কাছ থেকে ঘুষ খাচ্ছেন, হিন্দু মুসলমানের কাছ থেকে।Collected
Beğen
Yorum Yap
Paylaş