চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকতো, তাহলে এই দুনিয়াতে সুখের কোন অস্তিত্ব থাকতো না। কারণ যার আছে বেশি, সে চায় বেশি। মানুষের স্বভাবটাই যে এমন! চাহিদার কোন শেষ নাই। কিন্তু অল্পতেও যে বারাকাহ থাকতে পারে, আমাদের লোভাতুর মন সেটা ভুলে গেছে। সুখের সন্ধানে আমরা নেমে পড়েছি অসুস্থ প্রতিযোগিতায়। অথচ এই দুনিয়াবি জীবনে আল্টিমেইট সুখের সন্ধান পাওয়া আদৌ সম্ভব নয়। আসল সুখের নিবাস তো জান্নাতে। তাই দিন শেষে পাওয়া না পাওয়ার হিসাব ছেড়ে অল্পতে তুষ্ট থাকার মাঝেই প্রকৃত সুখ নিহিত। #nxr
Gefällt mir
			
			 Kommentar 		
	
					 Teilen