বাবা তার ছেলের সাথে দেখা করতে শহরে এলো। গিয়ে দেখলো তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়ে ও থাকে। রাতে তিন জন যখন এক সাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো তোর সাথে ওই মেয়েটিকে রে, ছেলে বললো বাবা ও আমার রুম পার্টনার আমার সাথে থাকে, তুমি এটা নিয়ে কি ভাবছো, সেটা আমি জানি, কিন্তু আমাদের দুজনের মধ্যে সে রকম কোনো সম্পর্কই নেই, আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড, আমরা দুজন শুধু খুব ভালো বন্ধু, বাবা বলল ঠিক আছে, পরেরদিন বাপ নিজের গ্রামে চলে গেলো, এক সপ্তাহ পর,,,, মেয়েটি ছেলেটিকে বলল,,,,শোনো গতরবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন, ওই প্লেটটা খুঁজে পাচ্ছিনা, আমার সন্দেহ তোমার বাবা ওইটা নিয়ে গেছে, ছেলেটি রেগে গিয়ে বলল,শাটআপ এসব কি কথা, তুমি কি আমার বাবাকে চোর বলছো, মেয়েটি বলল তা না, কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না, জিজ্ঞেস করতে আপত্তি কিসের, ছেলেটি বলল ওকে আমি জিজ্ঞেস করবো, পরেরদিনই ছেলেটি একটা ইমেইলপাঠালো, তাতে লিখলো বাবা আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেট নিয়ে যাননি, মানে যদি ভুলবশতঃ আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন, তাহলে ওটা ফেরত দিয়ে দিবেন,কারণ ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট,
ইতি আপনার ছেলে,
এক ঘন্টা পরেই বাবার জবাব এলো, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায়,আবার এটাও বলছি না যে ওই মেয়েটা রাতে তোর সাথে ঘুমায় না, তবে ওই মেয়েটির যদি, পুরো সপ্তাহের মধ্যে, একবারও তার নিজের রুমে নিজের বেডে শুতে যেতো, তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেতো, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসে ছিলাম,
ইতি
তোর বাপ
Selim Reza
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?