অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম। আমরা কয়জন চিনি এই রিয়েল লাইফ সেলিব্রিটি বাংলাদেশী ডাক্তারকে!
কোনো পারিশ্রমিক ছাড়াই করেন কিডনি প্রতিস্থাপন। গত ১৪ বছরে প্রায় ১০০০ কিডনি প্রতিস্থাপন করেছেন।
গাড়ি না কিনে সেই গাড়ি কেনার টাকায় রাজধানীর শ্যামলী’তে স্থাপন করেছিলেন বিশেষায়িত "সেন্টার ফর কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল” (সিকেডি)।
হাসপাতালের নির্ধারিত নুন্যতম খরচ বাদে কিডনি প্রতিস্থাপনের জন্য কোন ফি নেন না অধ্যাপক ডাঃ কামরুল। ১০-১৫ লাখ টাকার ব্যায়বহুল কিডনি প্রতিস্থাপন চিকিৎসাকে তিনি সাধারণ মানুষের জন্য ২.৫০-৩ লাখ টাকার মধ্যে নিয়ে এসেছেন।
আপনার জন্য ভালোবাসা, শ্রদ্ধা অধ্যাপক কামরুল স্যার
collected
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری